For Advertisement

450 X 100

For Advertisement

450 X 100

প্রচ্ছদ / চট্টগ্রাম / বিস্তারিত

বাঘাইছড়িতে ইউপিডিএফ কর্মীকে কুপিয়ে হত্যা

১১ মার্চ ২০১৮, ১১:২৭:৪৭

রাঙামাটির বাঘাইছড়িতে নতুন মনি চাকমা নামে এক ইউপিডিএফ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষের লোকরো। এ ঘটনায় দর্শন চাকমা নামে আরও একজন নিখোঁজ রয়েছেন।

বাঘাইছড়ির রুপকারী ইউনিয়নে গবঘোনা গ্রামে শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার রাত পৌনে একটার দিকে কয়েকজন অজ্ঞাত মুখোশধারী নতুন মনিকে তার ঘর থেকে তুলে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়রা তার লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, বাঘাইছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে নিহতের লাশ উদ্ধার করে। নতুন মনিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার গায়ে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে ইউপিডিএফ রাঙামাটি সমন্বয়ক সচল চাকমা বলেন, নতুন মনি আমাদের কর্মী। তাকে নিজ ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে নব্য মুখোশ বাহিনী (ইউপিডিএফ গণতান্ত্রিক)।

এ ঘটনায় মুখোশ বাহিনীর কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: