For Advertisement

450 X 100

For Advertisement

450 X 100

প্রচ্ছদ / ঢাকা / বিস্তারিত

ছাদ ধসে তিনজন আহত

১০ মার্চ ২০১৮, ৪:২২:১৩

 

ফরিদপুর সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের লোকহার টেক এলাকায় একটি ভবনের ছাদ ধসে তিনজন আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

লোকহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন খান জানান, শনিবার দুপুর দেড়টায় স্কুলের পাশে একটি পরিত্যক্ত ভবন বিকট শব্দে ধসে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় সেখান থেকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সাহেদ, চতুর্থ শ্রেণির উজ্জল ও অজ্ঞাত পরিচয় আরও একজনকে উদ্ধার করা হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সাইফুজ্জামান জানান, ভবন ধসের খবর পেয়ে ফরিদপুর ও সরদপুরের দুইটি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। এসময় তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

ভবন ধসের খবর পেয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াস সদস্য কাজী জাফর উল্লাহসহ স্থানীয়রা ছুটে যান। স্থানীয়দের সহায়তায় সকলেই উদ্ধার কাজ করছে বলে জানিয়েছেন রবিষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: