For Advertisement

450 X 100

For Advertisement

450 X 100

প্রচ্ছদ / রাজশাহী / বিস্তারিত

আগুনে পুড়ে মরল শিশুটি

১০ মার্চ ২০১৮, ১২:১৩:৪৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মরদনা-হঠাৎপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে গোলাম নবী (৯) নামে এক শিশু। শুক্রবার রাতে বাড়িতে আগুন লাগলে ঘুমিয়ে থাকা অবস্থাতেই পুড়ে মারা যায় সে। নিহত নবী ওই গ্রামের সুমন আলীর ছেলে। এ ঘটনায় তিনটি গরুও পুড়ে মারা গেছে।

শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, সুমন আলীর গরুর গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য ধূপ জ্বালানো হয়। সেই ধূপের আগুন থেকে রাত ১১টার দিকে গোয়াল ঘরে আগুন লাগে। আগুন পরে অন্যান্য ঘরেও ছড়িয়ে পড়ে। এ সময় গোয়ালঘর সংলগ্ন একটি ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় পুড়ে মারা যায় নবী।

ওসি আরও জানান, নবী তার দাদির সঙ্গে ওই ঘরে শুয়েছিল। আগুন লাগলে তার দাদি বের হতে পারলেও নবী বের হতে পারেনি। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১২টার দিকে নবীর মরদেহ উদ্ধার করে।

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: