For Advertisement

450 X 100

For Advertisement

450 X 100

প্রচ্ছদ / মনের-দুয়ার / বিস্তারিত

তিক্ত হয়ে যাওয়া প্রেম বা দাম্পত্যকে পুনরায় সুন্দর করে তুলতে ৮টি পরামর্শ

১০ মার্চ ২০১৮, ৪:০৯:১৮

ঢাকা১০ মার্চকারেন্ট নিউজ বিডিজীবনে চাইলেই সব সম্পর্ককে ত্যাগ করা যায় না, সব সম্পর্কে ভাঙন হয় না। যেমন ধরুন বিয়ে বা দীর্ঘদিনের প্রেম। অনেক পুরাতন প্রেমের সম্পর্ক না হয় তাও ভেঙে ফেললেন। কিন্তু যে সংসারের সন্তান আছে আপনাদের দুজনের, সেই সংসার কীভাবে ভেঙে ফেলবেন? আর ভাঙা যায় না বলেই দুটি মানুষ আজীবন তিক্ত মন নিয়ে কষ্টে সৃষ্টে টেনে যেতে থাকেন সংসারের ঘানি। এমন হতে পারে যে কারো সাথেই, তাই তিক্ত মন নিয়ে সংসার করার চাইতে জেনে নিন সম্পর্কটা আবারও সুন্দর করে তোলার উপায়।

১) বদলান দৃষ্টি ভঙ্গি

নেগেটিভ বিষয়গুলোকে দেখা বাদ দিন। খারাপ দিক খুঁজতে গেলে অসংখ্য খারাপ দিক বের হবেই। বদলে জোর করে হলেও দুজনের সম্পর্কের পজিটিভ দিকে তাকান। জীবনসঙ্গী মানুষটার ভালো ব্যাপারগুলো নিয়ে ভাবুন যেগুলোকে আপনি কখনো ভালোবাসেন।

২) পরিবর্তন আশা করবেন না

মানুষটি বদলে যাবেন বা আপনাদের সম্পর্কের অবস্থা রাতারাতি বদলে যাবে সেটা আশা করবেন না। ধরেই রাখুন যে কিছু পরিবর্তিত হবে না। তাই অবস্থাকে মেনেই অগ্রসর হোন। মন থেকে মেনে নিন।

৩) নিজের একটা সীমারেখা

নিজেকেও কিছু সীমারেখা দিন, যেমন কোন কাজগুলো আপনি করবেন না বা করতে পারবেন না। চেষ্টা করুন নিজের নেগেটিভ ব্যাপারগুলকে এড়িয়ে যেতে।

৪) দায়িত্ব পালন

সম্পর্কের মাঝে ভালোবাসা থাকুক বা না থাকুক, দায়িত্ব পালনে যেন অবহেলা না হয়। দায়িত্ব পালন করুন নিষ্ঠার সাথে। মাঝে মাঝে এই ব্যাপারটিই সম্পর্কে সুন্দর করে তোলে।

৫) সাহায্য নিতে লজ্জা নয়

নিজের ঘনিষ্ঠ মানুষদের সাহায্য নিন। হতে পারে পরিবারের কেউ, হতে পারে বন্ধু। নিজের কষ্টের কথা ও মনের কথা শেয়ার করুন। তাদের পরামর্শ নিন। অনেকটাই ভালো লাগবে।

৬) ক্ষমা করুন

জীবনসঙ্গীকে ক্ষমা করে দিন, একদম মন থেকে ক্ষমা করে দিন। সবকিছুর জন্যই ক্ষমা করে দিন যেহেতু তাঁকে ছেড়ে আপনি যেতে পারছেন না।

৭) সময় দিন

সম্পর্ক যখন খুব বেশী তিক্ত হয়ে যায় তখন কথা বাড়িয়ে লাভ নেই আসলে। বরং সময়কে যেতে দিন নিজের মত। সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে।

৮) পরিবর্তনকে মেনে নিন

আপনাদের সম্পর্কটি এখন এমনই, তিনিও এখন এমনই। এই সত্যটি মেনে নিন। সাথে এটাও মেনে নিন সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়। আজকে যা এমন আছে সেটা আগামীকাল আবার অন্যরকম হয়ে যাবে। তবে সম্পর্ক রাতারাতি মধুর হয়ে উঠবে না, একটা দাগ থেকেই যাবে যতই মধুর হয়ে যাক না কেন।, তাই সাবধানে পা ফেলুন।

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: